আফতাবনগরে নৌকাডুবিতে দুই শিক্ষার্থীর মৃত্যু
বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে রাজধানীর বাড্ডায় আফতাবনগরের একটি পুকুরে নৌকাডুবিতে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের নাম শাকিব ও ছামি। তারা দু’জনই নবম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু’জনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, আফতাবনগরের শেষ মাথায় একটি পুকুরে নৌকাডুবির খবর পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে যান। পরে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহ দুটি বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজন স্কুল শিক্ষার্থী। তারা পূর্ব বাড্ডা ৫তলা গলি এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, একটি নৌকায় সাত বন্ধু ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে পাঁচজন তীরে উঠলেও ওই দুজন পানিতে ডুবে যায়। নিহত দুজন সহপাঠী, তারা দু’জনই স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরএম/আরএস/জেআইএম