সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ নিহত ২
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ শাহ (৬৫) এবং বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের পামেরপাড়া এলাকার নছির উদ্দিন (৬৫)। দু’জনই ট্রাক চাপায় নিহত হন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর দেবীগঞ্জ উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ শাহ। পথে বিজয় চত্বর এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
এদিকে বিকেলে বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের পামেরপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় সড়ক সংস্কারের কাজে নিয়োজিত একটি ট্রাক তাকে চাপা দিলে নছির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ শাহসহ দুই জন নিহতের ঘটনায় রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন শোক প্রকাশ করেছেন।
সফিকুল আলম/এমআরএম