পদ্মায় নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৯ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বান্নাপাড়ার পদ্মা নদীর তীর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম।

নিহতরা হলেন- উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা তেররশিয়া এলাকার শাহাবুদ্দিন (৪৭) ও তার ছেলে আব্দুল্লাহ (৬)।

নিহত শাহাবুদ্দিনের চাচাতো ভাই আলামিন জুয়েল জানান, শাহাবুদ্দিন ও আব্দুল্লাহ গতকাল মঙ্গলবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেও মরদেহ খুঁজে পায়নি। আলো স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি অভিযান স্থগিত ঘোষণা করে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মা নদীর তীর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।