আবরার হত্যায় স্কুলছাত্রীর অভিনব প্রতিবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:১২ পিএম, ১০ অক্টোবর ২০১৯

মুখে কালো কাপড় বাঁধা, তাতে তালা ঝুলানো। দুই হাতও শিকলে বাঁধা। গায়ে লাল-সবুজ রঙের পোশাক। এমন সাজেই বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ জানিয়েছে শিশু শিক্ষার্থী সৈয়দা ফাতেমা মিঠি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় সে। মিঠি ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় দেবনাথ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা মাহফুজা মিস্টি, মো. সিরাজুল ইসলাম, আশিকুল ইসলাম সাগর, জুবায়ের, আরিফ সাগর, কাওছার মাহমুদ, আল মারুফ প্রমুখ।

jhalokathi02

বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নিয়ে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে মানববন্ধনের সামনে দাঁড়িয়ে উসকানিমূলক কথা বলায় মান্না নামের কথিত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। পরে মান্নার বাবা মো. ইউনুচ মিয়া মুচলেকা দিয়ে বেলার সাড়ে ১১টার দিকে তাকে থানা থেকে ছাড়িয়ে নেন বলে জানিয়েছে পুলিশ।

আতিকুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।