প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১০ অক্টোবর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য জাতিসংঘের সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মাননা দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস্ অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)।

জেলা শহরের সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সভাপতি আবুল বাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি আরশাদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির সভাপতি রুবেল মিয়া।

এ সময় বক্তারা আন্তর্জাতিক ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের টেকনিক্যাল পদে স্বীকৃতি দেয়ার দাবি জানান।

আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।