শয়নকক্ষে মিলল নবদম্পতির লাশ
কুষ্টিয়ার কুমারখালীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামে তাদের শয়নকক্ষে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ঝিনাইদহর শৈলকূপা উপজেলার দিপুন রায় (২৯) এবং তার স্ত্রী সোহাগী রায় (২৫)। সোহাগী রায় ভালুকা পূর্বশা গ্রামের ভরত মণ্ডলের মেয়ে। দিপুন রায় ঘরজামাই থাকতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাস আগে দিপুন ও সোহাগীর বিয়ে হয়। বিয়ের পর দিপুন শ্বশুরবাড়িতেই থাকতেন। প্রতিদিনের মতো গতকালও তারা রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। সকাল ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করেন। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে পরিবারের লোকজন স্থানীয় পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে স্বামীকে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে খাটের ওপর থেকে উদ্ধার করে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
আরএআর/এমএস