চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফের ভাঙন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৫ অক্টোবর ২০১৯

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকার মোলহেডে আবারও মেঘনার ভাঙন দেখা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে হঠাৎ পুরানবাজার শহর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকায় এ ভাঙন দেখা দেয়।

এমন পরিস্থিতিতে হরিসভার আশপাশের বেশ কিছু বসতবাড়ি ও দোকানপাট নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিক ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় তিন হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।

দুই মাস আগে হরিসভা এলাকায় মেঘনার ভাঙন দেখা দিয়েছিল। তখন প্রায় ৩০০ মিটার শহর রক্ষা বাঁধ নদীতে দেবে যায়।

এদিকে ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জামাল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী ও কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি।

এ সময় জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, আতঙ্কিত হবেন না। জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ভাঙন রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ৪০ মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হরিসভা এলাকার পুরো শহর রক্ষা বাঁধই হুমকির মুখে রয়েছে। আমরা ভাঙন রোধে তাৎক্ষণিক তিন হাজার বস্তা বালুভর্তি জিও ব্যাগ ফেলেছি।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।