বিষপানে দুই সন্তানের জননীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:২৩ এএম, ১৯ অক্টোবর ২০১৯

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিষপানে লিপি বেগম (২৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বড়বাইজদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে বড়বাইজদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের বাসিন্দা সুলতান ফরাজির ছেলে ফিরোজের সঙ্গে একই এলাকার বাসিন্দা কাঞ্চন খার মেয়ে লিপি বেগমের বিবাহ হয়। এই দম্পতির ১২ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে লিপি বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহুল বলেন, ‘লিপি নামে এক রোগীর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মৃত্যু হয়। বিষপানে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।