পটুয়াখালীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৯
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় সিদ্দিক শরীফ (৫০) নামে এক মুদি-মনোহারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার বগা ইউনিয়নেের সাবুপুরা গ্রামে এ ঘটনা ঘটে। সিদ্দিক সাবুপুরা গ্রামের বাসিন্দা আইজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবুপুরা গ্রাম এলাকায় মা ও শিশু হাসপাতালের সামনে মুদি-মনোহারি ও বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন সিদ্দিক। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সাবুপুরা এলাকায় তাকে গলা কেটে হত্যা করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে সিদ্দিক শরীফ নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।