শ্বশুরবাড়ির সামনে ঝুলছিল জামাইয়ের লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২২ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

দিনাজপুরের বিরলে শ্বশুরবাড়ির সামনে থেকে বাবু (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর কামারপাড়া গ্রামে, বাবার নাম আব্দুল মালেক।

মঙ্গলবার সকালে উপজেলার ৫ নং বিরল ইউপির পূর্ব মহেশপুর মহসীন মেম্বার পাড়ায় নিহতের শ্বশুরবাড়ির সামনে লিচু গাছের ডালে গলায় ফাঁস দেয়া বাবুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বড় ভাই রবিউল ইসলাম জানান, প্রায় তিন বছর আগে পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে জেসমিন আরার (২৫) সঙ্গে বাবুর বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে। বেশ কিছুদিন ধরে স্ত্রীকে নিয়ে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করত বাবু। সে কবে ও কখন শ্বশুরবাড়িতে এসেছে আমরা জানি না। সোমবার দিবাগত রাত দুইটার দিকে মোবাইল ফোনে খবর পাই সে ওই বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম গোলাম রসুল জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এমদাদুল হক মিলন/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।