যমুনায় পোনা শিকারির জালে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৩ অক্টোবর ২০১৯

যমুনায় গোসল করতে গিয়ে পোনা শিকারির জালে জড়িয়ে সানী (৬) নামের এক শিশু মারা গেছে। বুধবার বিকেলে পাবনার বেড়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সানী নদী পাড়ের ওই গ্রামের ফজর আলীর ছেলে। বিকেল ৫টার দিকে আমিনপুর থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

শিশুটির মা শাকিলা খাতুন (৩০) জানান, তার ছেলে সাতার জানতো। সে প্রতিদিনের মতো বুধবার দুপুরে নদীতে গোসল করতে নামে। কিন্তু দীর্ঘক্ষণেও বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। ঘণ্টাখানেক পর নদীর তীরে নেমে গ্রামবাসী একটি জালে জড়ানো অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় বেশ কয়েকজন জানান, ওই গ্রামের আব্দুল লতিফ ওরফে লুতু নদী থেকে পানা ও ডিমওয়ালা মাছ ধরার জন্য অবৈধভাবে জাল পেতে রেখেছিল। ওই জালে শিশুটি জড়িয়ে যাওয়ায় সে পানিতে ডুবে মারা যায়। পরে জালসহ তাকে টেনে তুলে জাল কেটে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেল ৫টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একে জামান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।