ফেনী আ.লীগের সভাপতি আক্রামুজ্জামান, নিজাম হাজারী সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট আক্রামুজ্জামান সভাপতি ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এদিন বিকেল ৫টার দিকে সম্মেলন শেষ হলে ২৬৬ কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সন্ধ্যা ৭টায় বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন তিনি।
এর আগে বর্তমান সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সিনিয়র সহ-সভাপতি সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, সহ-সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ ও অ্যাডভোকেট প্রিয় রঞ্জণ দত্ত দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেন। পরে অ্যাডভোকেট হাফেজ আহম্মদ ও অ্যাডভোকেট প্রিয় রঞ্জণ দত্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন হাজারী ছাড়া আর কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী প্রমুখ।
রাশেদুল হাসান/এমএএস/জেআইএম