মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

বরগুনায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ২০১৭ সালের ২৫ মে কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে ১৪ বছরের মেয়েকে পান করান সেই ধর্ষক বাবা। এতে মেয়ে অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করেন ওই ব্যক্তি। ওই দিন কিশোরীর মা ছোট মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন।

ঘটনার পর নির্যাতনের শিকার ওই মেয়েটি তার মাকে বিষয়টি জানালে তিনদিন পর একই বছরের ২৮ মে নির্যাতিত কিশোরীর নানা বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট আশরাফুল আলম। আসামি পক্ষে ছিলেন আ্যাডভোকেট হুমায়ুন কবির।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।