বাগেরহাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৪:০৯ এএম, ০২ নভেম্বর ২০১৯

বাগেরহাটে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বাগেরহাট সদর উপজেলার খানপুর হাফিজিয়া মাদরাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

ওই দুই শিশু হলো খানপুর হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন খুলনার রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার (৯)।

খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান, খানপুর হাফিজিয়া মাদরাসা শিক্ষক হাফেজ আশিকুর রহমানের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলায়। তিনি পরিবার নিয়ে খানপুর মাদরাসাতেই বসবাস করেন। শুক্রবার দুপুরে তার মেয়ে মিম এবং তার বাড়িতে বেড়াতে আসা মিমের খালাতো বোন লুবনা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। মাদরাসা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

শওকত আলী বাবু/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।