বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:১৮ এএম, ০৪ নভেম্বর ২০১৯

বান্দরবানে অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আটকরা হলেন- মংসাও মারমা (২৮) ও পাইনসাসিং মারমা (৪০)।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদর থানাধীন হিলবার্ড বোডিংয়ের ধনেশ পাখি চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব র‌্যাব-৭।

র‌্যাব জানায়, ১৫ লাখ টাকা দরদাম সাব্যস্ত করে ক্রেতা সেজে ১ কেজি হেরোইন কিনতে আসে র‌্যাবের একটি দল। পরে হেরোইন বিক্রেতা মংসাও মারমা ও পাইনসাসিং মারমা সন্ধ্যা ৭টার দিকে হেরোইন দিতে আসলে র‌্যাবের সদস্যরা তাদেরকে আটক করে।

এ ব্যাপারে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মেজর শামীম বলেন, বান্দরবান শহরের হিলবার্ড এলাকার শেখ মুজিব সড়কে সন্ধ্যায় র‌্যাবের ১৬ সদস্যের একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ দুজনকে আটক করে। অভিযানে র‌্যাব-৭ এর মেজর মোহাম্মদ সামিম সরকার, এএসপি মো. তারেক আজিজসহ র‌্যাব সদস্যরা অংশ নেন।

সৈকত দাশ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।