গৃহবধূ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৬ নভেম্বর ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ তাহেরা হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহতের সাবেক স্বামী রফিকুল ইসলাম, তার দুই সহযোগী আক্কাছ আলী বেপারী ও তৈমুর রহমান।

নিহত গৃহবধূ তাহেরা সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার তাজিবুর রহমানের মেয়ে।

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ১৮ অক্টোবর গভীর রাতে তাহেরার সাবেক স্বামী রফিকুল ইসলামসহ আরও ৪/৫ জন বাড়িতে ঢুকে তাহেরাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায়।

এরপর তাকে উদ্ধার করে রাজশহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাহেরা। এ ঘটনায় তার বাবা তাজিবুর রহমান চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

মোহা. আব্দুল্লাহ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।