মাধবদীতে ট্রাকচাপায় টেক্সটাইল মিলের কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১১ নভেম্বর ২০১৯

নরসিংদীর মাধবদী উপজেলায় ট্রাকের চাপায় অসিত ভৌমিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সকালে মাধবদী শহরের রাইন ওকে মার্কেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অসিত ভৌমিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার রূপসদী গ্রামে। তিনি মাধবদীতে সিলকেন টেক্সটাইল মিলের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, সোমবার সকালে বাসা থেকে হাঁটতে বের হন অসিত ভৌমিক। ঢাকা-সিলেট মহাসড়কের রাইন ওকে মার্কেটের সামনে পৌঁছালে মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ওসি আরও বলেন, খবর পেয়ে নিহত অসিত ভৌমিকের ছেলে সবুজ ভৌমিক এসে মরদেহ শনাক্ত করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সঞ্জিত সাহা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।