দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশসহ আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৯

নড়াইল সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শেখহাটি পুলিশ ক্যাম্প থেকে পুলিশ সদস্য আশরাফুল ও মাসুদ রানা মোটরসাইকেলযোগে নড়াইল আসছিলেন। সদর উপজেলার মুলিয়া বাজার এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে নড়াইল থেকে তিন আরোহী নিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের পাঁচজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হলে পুলিশ সদস্য আশরাফুল ও অপর মোটরসাইকেলচালক কার্তিককে যশোর হাসপাতালে পাঠানো হয়।

হাফিজুল নিলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।