পাল্টাপাল্টি ছুরিকাঘাতে এক বন্ধু নিহত, অপরজন হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৯

ঝিনাইদহে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে সিফাত (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধী রয়েছে নিহতের বন্ধু মাহি (১৬)। শনিবার বেলা ১১টার দিকে শহরের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত ওই এলাকার মনোয়ার হোসেনের ছেলে এবং এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে কালিকাপুর এলাকায় সিফাত ও মাহি তাদের আরও কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সিফাত ও মাহি একে অপরকে ছুরিকাঘাত করে। এতে তারা দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুরে নিয়ে যাওয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

আহত মাহি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।