ইয়াবাসহ সাবেক দুই নারী ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৫০ এএম, ২১ নভেম্বর ২০১৯
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ সাবেক দুই নারী ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভেদীকুড়া গ্রামের আমবাগান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ৫ নম্বর রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কেরেঙ্গাপাড়া গ্রামের ফেরদৌসী বেগম (৩৮) এবং দুইবারের সাবেক নারী ইউপি সদস্য বিশগিরিপাড়া গ্রামের মাহমুদা বেগম (৪৫)।

অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের এসআই মাজহার ও নুরুল হুদা রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নালিতাবাড়ীর ভেদীকুড়া আমবাগান বাজার থেকে ফেরদৌসী বেগম ও মাহমুদা বেগমকে আটক করে।

তাদের দেহ তল্লাশিকালে ফেরদৌসীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে দুজনকে জেলা ডিবি কার্যালয়ে নেয়া হয়।

হাকিম বাবুল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।