ঝিনাইদহে চলছে পরিবহন ধর্মঘট, শাকসবজি খাচ্ছে গরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০১৯

দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট বুধবার মধ্যরাতে প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কিন্তু এরপরও ঝিনাইদহে চলছে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) চতুর্থ দিনেরমতো তাদের ধর্মঘট অব্যাহত রয়েছে। ফলে ঝিনাইদহের সড়ক-মহাসড়কে এখনো বিরাজ করছে অচলাবস্থা। এতে বিপাকে পড়েছেন কাঁচা বাজারের পাইকারি ব্যবসায়ী ও যাত্রী সাধারণ।

সকালে ঝিনাইদহের কাঁচা বাজার ঘুরে দেখা যায়, লাগাতার চারদিনের ধর্মঘটের কারণে শাকসবজিসহ বিভিন্ন কাঁচা মালামাল পরিবহনের অভাবে ঢাকাতে পাঠাতে পারছেন না পাইকারি ব্যবসায়ীরা। এরই মধ্যে অনেক কাঁচা মালামাল নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় বিভিন্ন শাকসবজি গরুকে খাইয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা।

গরুকে কেন শাকসবজি খাওয়াচ্ছেন এমন প্রশ্নের জবাবে স্থানীয় ব্যবসায়ী মিল্টন হোসেন জাগো নিউজকে বলেন, চারদিন আগে ১৬০ টাকা দরে ৩০০ কেজি ধনেপাতা কিনেছিলাম। সেই সঙ্গে অনেক শাকসবজি কিনে রেখেছিলাম। কিন্তু গত চারদিন ধরে পরিবহন ধর্মঘটের কারণে কোনো কাঁচা মালামাল ঢাকাতে পাঠাতে পারছি না। এরই মধ্যে প্রায় সব মালামাল নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট যা ছিল তা এখন গরুতে খাওয়াচ্ছি। পরিবহন শ্রমিকরা আমাদের পেটে লাথি দিয়েছে। তাদের কারণে আমার মতো অনেক কাঁচা মালামাল ব্যবসায়ীর অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

jinaidah-(1)

কাঁচা মালামাল ব্যবসায়ীরা জানান, চারদিন ধরে গন্তব্যে পাঠাতে না পেরে শাকসবজি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন-মুলা সব পচে যাচ্ছে। যে দামে কিনেছি তার চেয়ে কম দামে বিক্রি করতে চাইলেও কেউ কিনছে না এসব মালামাল। এসব কাঁচা মালামাল কিনে একদিকে যেমন পাইকারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে চাষিদেরও লোকসান হচ্ছে।

পরিবহন শ্রমিকরা জানান, পাঁচ লাখ টাকা থাকলে গাড়ি চালাতে আসতাম না। নতুন সড়ক আইন মেনে কোনোভাবেই গাড়ি চালানো সম্ভব নয়। সড়কে পথে চলতে গেলে দুর্ঘটনা ঘটবেই। কিন্তু এজন্য পাঁচ লাখ টাকা জরিমানা এবং জামিনঅযোগ্য ধারা তো থাকতে পারে না। এই আইন সংশোধন না করা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু জাগো নিউজকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হয়নি। এজন্য বৃহস্পতিবারও আমাদের ধর্মঘট চলছে। নতুন সড়ক আইন সংশোধন না করা পর্যন্ত শ্রমিকদের ধর্মঘট চলবে।

প্রসঙ্গত, দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট বুধবার মধ্যরাতে প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হলেও এখনো কিছু জেলায় বন্ধ রয়েছে বাস চলাচল।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।