পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৩ নভেম্বর ২০১৯

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এম জিন মারিন সস্ত্রীক ঘুরে গেলেন নওগাঁর ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার। শনিবার বেলা ১১টায় পাহাড়পুর বৌদ্ধবিহারে আসেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নির্দশনগুলো ঘুরে দেখেন এবং জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রায় তিন ঘণ্টা পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থান শেষে রাষ্ট্রদূত বগুড়ার মহাস্থানের উদ্দেশে রওনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধূরী জোবায়ের আহাম্মদ, জাদুঘরের কাস্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল, পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইলাম।

Naogaon-Paherpur-(1)

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পাওয়া পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ধারণা প্রদান করেন রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদফরের আঞ্চলিক পরিচালক মোছা. নাহিদ সুলতানা।

Naogaon-Paherpur-(1)

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, পূর্ব ঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই তিনি (ফ্রান্সের রাষ্ট্রদূত) ফ্যামিলি ট্যুরে পাহাড়পুরে এসেছিলেন। বগুড়ার মহাস্থানে নতুন করে একটি খনন কাজ শুরু হয়েছে। সেখান থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারে বেড়াতে এসেছিলেন তিনি। ঐতিহ্যবাহী এই স্থানটি দেখে অনেক খুশি হয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

আব্বাস আলী/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।