ভাতিজার পর চাচাও না ফেরার দেশে
বাসচাপায় আহত মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কবির হোসেন (৪৮) অবশেষে মারা গেছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার (২২ নভেম্বর) তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আজগর আলী হাসপাতালে ভর্তি হন।
সিরাজদীখান উপজেলা যুবলীগের আহ্বায়ক মইনুল হাসান নাহিদ জানান, গত শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কবির এবং তার ভাতিজা স্থানীয় নিমতলা বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে বসুমতি নামে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই কবিরের ভাতিজা মিলন শেখ (২২) মারা যান। আর কবির হোসেন গুরুতর আহত হন। আহত কবির হোসেনকে ওই দিনই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আজগর আলী হাসপাতালে নেয়া হলে সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
আরএআর/পিআর