সৌদি আরবে এসির আগুনে প্রাণ গেল নরসিংদীর বোরহানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

নরসিংদীর মনোহরদীর এক যুবক সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গত রোববার দিবাগত রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বোরহান উদ্দিন (২৫)।

তিনি উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের আলী আকবরের ছেলে। বোরহান উদ্দিন রিয়াদে ইমামা নামের একটি কোম্পানিতে চাকরি করতেন।

বোরহানের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় এসে রাতের খাবার শেষে সহকর্মীকে নিয়ে ঘুমিয়ে পড়েন বোরহান। রাতে শর্টসার্কিট থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুন লেগে তা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় বোরহান উদ্দিন ও তার সহকর্মীর মৃত্যু হয়।

অগ্নিদগ্ধের খবর পেয়ে বোরহানের গ্রামের প্রতিবেশী মহর আলী ঘটনাস্থলে গিয়ে বোরহানের লাশ শনাক্ত করেন। পরে বোরহানের পরিবারকে ফোন করে বিষয়টি জানান মহর আলী। তবে বোরহানের সঙ্গে মারা যাওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।

নিহত বোরহানের চাচা আবু তাহের ছিদ্দিকী বলেন, বোরহানের পারিবারিক সচ্ছলতা আনতে প্রায় চার বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে পাড়ি দেয় বোরহান। সেখানে তিন বছর চাকরি শেষে ছুটি নিয়ে দেশেও আসে সে। দেশে এসে বিয়ে করে দুই মাস পর আবারও ফিরে যায় সৌদি আরবে।

বোরহানের স্ত্রী লিজা জানান, বিয়ের দুই মাসের মাথায় কর্মস্থলে ফিরে যান তার স্বামী। বিয়ের পর মাত্র দুই মাস ঘর সংসার করেছি। এরই মধ্যে স্বামীকে আল্লাহ নিয়ে গেল। আমি শেষবারের মতো তার মুখটা দেখতে চাই।

এদিকে সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বোরহানের মা-বাবা। তার লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চাচ্ছেন তারা।

সঞ্জিত সাহা/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।