গাজীপুরে আইডিয়াল বই মেলায় শিশুদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৯ নভেম্বর ২০১৯

কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে দুই দিনব্যাপী ‘আইডিয়াল বই মেলা’ শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

কলেজ ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম। এ সময়ে আরও উপস্থিত ছিলেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. হাবিবুর রহমান, শিক্ষক এম তুষারী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সাংবদিক মাসুদ রানা, স্কুলশিক্ষক মো. সালাহ উদ্দিন ও আব্দুল বারেক।

আয়োজক হাবিবুর রহমান জানান, সকাল থেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বইমেলায় ভিড় করছে। শিশু-কিশোররা তাদের অভিভাবকদেরও নিয়ে আসছে। প্রথম দিনে শিশু-কিশোরদের গল্প ও ছড়ার বইয়ের চাহিদা বেশি ছিল। এ বছরই প্রথম এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখন থেকে প্রতিবছর নিয়মিত বইমেলার আয়োজন করা হবে।

মো. আমিনুল ইসলাম/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।