আহত ছাত্রকে নিয়ে ফেরার পথে লাশ হলেন পাবিপ্রবির অ্যাম্বুলেন্স চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০২:২১ এএম, ৩০ নভেম্বর ২০১৯
ছবি-সংগৃহীত

ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অ্যাম্বুলেন্স চালক রাজু আহমেদ (৩০) নিহত হয়েছেন। পাবনা সদর উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর নামক স্থানে শুক্রবার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

এসময় পাবিপ্রবির পদার্থ বিজ্ঞানের ছাত্র রুপম (৩০), খলিল (৩৫), ট্রাকচালক নুরু মিয়া (৪৫) ও পথচারী মহরম (৪০) নামের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত রাজু আহমেদ পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের মহসিন ড্রাইভারের ছেলে। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি শ্বিবিদ্যালয়ের মেকানিক কাম অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একছাত্র আহত হন। আহত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। তাকে চিকিৎসা করিয়ে ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর যুব উন্নয়নের সামনে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক রাজু নিহত ও চারজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস হাসপাতালে যান এবং আহতদের খোঁজখবর নেন।

এ কে জামান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।