টমেটো বোঝাই ট্রাকে মিলল ৬০৫ বোতল ফেনসিডিল, আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:৪৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৯

নওগাঁর মান্দায় একটি টমেটো বোঝাই ট্রাক থেকে ৬০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব- ৫ রাজশাহী। এ সময় স্বপন মিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক স্বপন মিয়া টাঙ্গাইলের গোপালপুর থানার নলিন বাজার এলাকার নুর শেখের ছেলে।

র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল ইসলাম বলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে একটি ট্রাকে করে টমেটো নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মাদক ব্যবসায়ী স্বপন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে মান্দার ফেরিঘাট বাসস্ট্যান্ডে চেকপোস্ট পরিচালনা করা হয়। পরে নিয়ামতপুর থেকে ছেড়ে আসা ওই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ৬০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম।

আব্বাস আলী/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।