গ্যাস সিলিন্ডার থেকে বসতবাড়িতে আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১০:৪৩ এএম, ০১ ডিসেম্বর ২০১৯

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ির পাঁচটি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার (৩০ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার কেওয়া নতুন বাজার মধ্যপাড়া এলাকায় নুরুল হকের বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

SRiPUR(GAZiPUR)02.jpg

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। তবে গ্যাস সিলিন্ডারটি অক্ষত ছিল এবং কেউ আহত হয়নি।

শিহাব খান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।