ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

জয়পুরহাটে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জলাটুল এলাকায় চাকরিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দেওপাড়া গ্রামের নুর আলমের স্ত্রী রিফা (২৪) ও তাদের মেয়ে আনিকা (৫)।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন রিফা। পথে উপজেলার জলাটুল চাকিপাড়া মোড়ে একটি পণ্যবাহী ট্রাক মা-মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।