১০৪০ টাকা দরে অ্যাপে ধান কেনা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৯
ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান

পঞ্চগড়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তালিকা থেকে ‘কৃষকের অ্যাপ’র মাধ্যমে লটারি করে বাছাই করা হচ্ছে কৃষকদের।

লটারিতে স্থান পাওয়া কৃষকদের প্রতি মণ ধান সরকার নির্ধারিত এক হাজার ৪০ টাকা দরে কেনা হচ্ছে। এতে একজন কৃষক সর্বোচ্চ এক টন ধান বিক্রি করতে পারবেন।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা খাদ্যগুদামে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানি, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, সদর খাদ্যগুদামের কর্মকর্তা (ওসি-এলএসডি) খলিলুর রহমান ও কৃষকরা।

Panchagarh-Dhaan-Kena--(1)

ধান কেনা কার্যক্রমের উদ্বোধনী বক্তব্য রাখছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন

জেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন ধান কেনার মৌসুমে জেলায় ১৮ হাজার কৃষকের কাছ থেকে ১২ হাজার ১৪৪ টন ধান কেনা হবে। এর মধ্যে সদর উপজেলায় তিন হাজার ৬৩ জন কৃষকের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে তিন হাজার ৬৩ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনের পর পৌর এলাকার কৃষক সানাউল্লাহ ও আব্দুল মালেকের কাছ থেকে এক হাজার ৪০ টাকা দরে দুই টন ধান কেনা হয়। এ সময় ধান কেনার মূল্য বাবদ ব্যাংকের কাগজ কৃষকদের হাতে তুলে দেয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষকদের মনোনীত করা হয়েছে। এই প্রক্রিয়ায় বিন্দু পরিমাণ অনিয়মের সুযোগ নেই। তবুও কিছু কৃষক সরকারি মূল্যে আমন ধান বিক্রির সুযোগ পাবেন না। তবে সরকারি মূল্যের কারণে স্থানীয় ধানের বাজারে এর প্রভাব পড়বে। এ কারণে আশা করি চলতি মৌসুমে কৃষকরা ধানের উপযুক্ত মূল্য পাবেন।

সফিকুল আলম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।