কাতারস্থ ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এরিয়া ম্যানেজার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৯

ফেনীর দাগনভূঞায় কাতারস্থ ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এরিয়া ম্যানেজার মনিরুল ইবনে তাজুল ইসলাম এমরান (৩৮) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাতুভূঞা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এমরান মাতুভূঞা ইউনিয়নের তাজু মাস্টারের বাড়ির তাজুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত এমরান কাতারস্থ ব্রিটিশ আমেরিকান  টোব্যাকোর এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত একমাস আগে দেশে এসেছেন।

নিহতের স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে এমরান মোটরসাইকেল চালিয়ে মাতুভূঞা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মাতুভূঞা বাজারে একটি ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দাগনভূঞা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদুল হাসান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।