কলেজে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন ছাত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তামান্না আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের মুনশুরপুর (টেকপাড়া) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তামান্না আক্তার কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চৌড়া (ফকির বাড়ি) গ্রামের আইয়ূব আলীর মেয়ে। তিনি কালীগঞ্জ মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী ছিলেন।

এএসআই শাহ আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে কলেজে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তামান্না। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।