প্রতিপক্ষকে ফাঁসাতে ৮ বছর ছেলেকে লুকিয়ে রাখলেন বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৯
গ্রেফতার সিরাজ হাওলাদার

প্রতিপক্ষের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়ে দীর্ঘ আট বছর লুকিয়ে থাকার পর অবশেষে ধরা পড়লেন মো. সিরাজ হাওলাদার (৩১) নামে এক ব্যক্তি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেফতার হয়ে তাকে কারাগারে যেতে হলো। গত ২ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সিআইডি এসব তথ্য জানায়। সিআইডির বিজ্ঞপ্তিতে বলা যায়, ২০১২ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ার চররমজানবেগ গ্রামের নুর আলমকে জমি সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাত করে পালিয়ে যান একই গ্রামের মো. সিরাজ হাওলাদার।

এ ঘটনায় গজারিয়া থানায় মামলা করা হয়। ওই মামলায় সিরাজ হাওলাদারের এক বছর, তার বাবা জালাল হাওলাদারের দুই বছর ও ভাই মিরাজ হাওলাদারের ছয় মাসের কারাদণ্ড হয়।

পরবর্তীতে সিরাজ হাওলাদারকে লুকিয়ে ফেলেন তার বাবা। একই সঙ্গে জামিন নিয়ে প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে বাড়ি চুরি ও ছেলেকে অপহরণের মামলা করেন বাবা জালাল হাওলাদার।

মামলার পর তার বাবা প্রায়ই মুন্সিগঞ্জের সিআইডি অফিসে এসে কান্নাকাটি করে বলতেন যেভাবে পারেন আমার ছেলেকে খুঁজে দেন। জীবিত না থাকলে তার হাড়গুলো হলেও খুঁজে দেন।

এ পর্যন্ত মোট ১৭ জন পুলিশ কর্মকর্তা এই অপহরণ মামলা তদন্ত করেছেন। তবে দীর্ঘ আট বছরেও মামলার সুরাহা হয়নি। অবশেষে কেরানীগঞ্জে লুকিয়ে থাকা সিরাজ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

মুন্সিগঞ্জ সিআইডি পুলিশের এসআই মো. আবুল হোসেন বলেন, ২ ডিসেম্বর সিরাজ হাওলাদারকে গ্রেফতার করা হয়। ৩ ডিসেম্বর তাকে গজারিয়া আদালতে নেয়া হয়। পরে তাকে মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।