গাজীপুরে স্পিনিং মিলে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৯

গাজীপুরের টঙ্গীতে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর বাদাম এলাকায় এনন টেক্স গ্রুপ নামে ওই মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গী, উত্তরা ও জয়বেদপুর থেকে আসা ১১টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে অংশ নেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

gazipur-fire

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, টঙ্গীর বাদাম এলাকায় এনন টেক্স গ্রুপের স্পিনিং মিলটিতে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। তবে তারা খবর পান ৩টা ৪৯ মিনিটে। খবর পেয়েই টঙ্গী, উত্তরা, সাভার ও কুর্মিটোলাসহ আশপাশের ১১টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, একটি রফতানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। আগুনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

gazipur-fire-2

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুত্রপাত, হতাহতসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।