ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাব-রেজিস্ট্রার কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৯

শেরপুরে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের হাতে আটক শ্রীবরদী উপজেলার সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

বিকেলে আটক সাব-রেজিস্ট্রার আব্দুর রহমানকে আদালতে সোপর্দ করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল মামুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ কার্যালয় থেকে ঘুষের ৯৫ হাজার ৫০০ টাকাসহ সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে আটক করেন দুদক কর্মকর্তারা। আব্দুর রহমানের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।

দুদক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়া জমির দলিল রেজিস্ট্রি করার জন্য নানাভাবে স্থানীয় লোকজনকে হয়রানি ও নাজেহাল করে আসছিলেন। জমির দলিল করতে গেলে গ্রাহকদের কাছ থেকে তিনি নানা কায়দায় সরকারি মূল্যের চেয়ে অধিক টাকা আদায় করতেন। তাকে ঘুষ না দিলে কোনো দলিল রেজিস্ট্রি হত না।

ভুক্তভোগীরা লিখিতভাবে বিষয়টি দুদকে জানালে বুধবার দুদকের একটি দল সকাল থেকে ওই অফিসের সামনে ওঁৎ পেতে থাকেন। তারা সারাদিন রেজিস্ট্রি অফিসে আগত লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। পরে সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে আটক করেন।

হাকিম বাবুল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।