পাবনায় জাতীয় পতাকা হাতে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০১:১৭ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯

পাবনায় প্রথমবারের মত মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা হাতে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে পাবনা জেলা পুলিশ ও সামাজিক সংগঠন পাঠশালা।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার আগেই বিভিন্ন স্কুল-কলেজের সহস্রাধিক ছাত্রছাত্রী জাতীয় পতাকা হাতে নিয়ে এডওয়ার্ড কলেজ মাঠে সমবেত হন। মাঠে উপস্থিত হন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সাধারণ জনতা। সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গেই সহস্রাধিক শিক্ষার্থী গেয়ে ওঠেন জাতীয় সংগীত। তাদের সঙ্গে সুর মেলান অতিথিবৃন্দ।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিুবর রহমান হাবিব, জেলা যুবলীগের আহ্বায়ক ও মাসপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী মর্তুজা বিশ্বাস সনি, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, পাঠশালার সভাপতি স্বাধীন মজুমদার প্রমুখ।

পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়।

একে জামান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।