মুক্তিযোদ্ধা আবাসনকে ‘ফ্রি মেডিকেল হাসপাতাল’ করার ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৯
শেরপুর শিল্পকলা একাডেমিতে বক্তব্য রাখছেন হুইপ আতিউর রহমান

শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের কবিরপুর মৌজার রামপুর বাজার এলাকায় স্থাপিত মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের স্থানে ‘মুক্তিযোদ্ধা ফ্রি মেডিকেল হাসপাতাল’ করার ঘোষণা দিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, আলোচনা সভা ও সিম্পোজিয়াম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

হুইপ আতিক বলেন, আমি নিজেও একজন কনিষ্ঠ মুক্তিযোদ্ধা। আমরা যারা সে সময় মুক্তিযুদ্ধে গেছি, কেউ কোনো ব্যক্তিগত লাভের আশায় যুদ্ধে যাইনি। বঙ্গবন্ধুর আহ্বানে এক কাপড়ে গায়ে যা পরা ছিল, তা নিয়েই সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করেন, মুক্তিযোদ্ধাদের সম্মানের আসন দিয়েছেন তিনি। মৃত্যুকালে ‘গার্ড অব অনার’-এর ব্যবস্থা করেছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছেন, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন, ঘর করে দিচ্ছেন তিনি।

হুইপ আতিক আরও বলেন, আমার এলাকা কামারিয়া ইউনিয়নে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য একটি ‘মুক্তিযোদ্ধা আবাসন’ প্রকল্প নির্মাণ করা হয়েছিল। কিন্তু ওই খানে এখন আর কোনো মক্তিযোদ্ধা থাকেন না। প্রায় পৌনে দুই একর জায়গা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে আমি মুক্তিযোদ্ধাদের জন্য ‘মুক্তিযোদ্ধা ফ্রি মেডিকেল হাসপাতাল’ গড়ে তুলতে চাই। যেখানে চিকিৎসার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে, কয়েকটি বেড থাকবে, চিকিৎসক থাকবে, বিনামূল্যে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা করা হবে। চিকিৎসার পাশাপাশি এলাকাটিকে এমন নান্দনিকভাবে গড়ে তোলা হবে, যা একটি দর্শনীয় স্থান হবে।

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, স্থানীয় সরকার উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম প্রমুখ।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।