চেয়ারম্যানের বাড়ির খাবারে চেতনানাশক দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অসুস্থ হয়ে পড়েছেন চেয়ারম্যানের পরিবারের সাত সদস্য।

রোববার (২২ ডিসেম্বর) রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে চেয়ারম্যানের পরিবারের সাত সদস্যকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারা হলেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন (৪৫), মেয়ে তামান্না (১৮) ও তায়েমা (১০), স্ত্রী রুমা ফেরদাউস (৩৭), বড় ভাই আলমগীর হোসেন (৫৫), বোন রেহানা (৩৩) ও রেবেকা সুলতানা (৪৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে রাতের খাবার খাওয়ার পর একে একে চেয়ারম্যানসহ সাত সদস্য অসুস্থ হয়ে পড়েন। গোঙানির শব্দে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রেদওয়ান রাইসুল ইসলাম বলেন, খাদ্যে চেতনানাশক মেশানোর কারণে এমন ঘটনা ঘটেছে। তবে তারা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।

এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ধারণা করা হচ্ছে ঘরের মালামাল লুট করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।