কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পাওয়ার হাউস যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার রুনা বেগম (২৬), তার মেয়ে রজনী খাতুন (৭) ও অটোরিকশাচালক মো. জামান (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল ৩টার দিকে একটি যাত্রীবাহী অটোরিকশা কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আহত মা ও মেয়ের মৃত্যু হয়। এছাড়া অটোরিকশার দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-মামুন সাগর/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।