৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা দিলেন দেড়শ চিকিৎসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন হাজার রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী সরকারি কেসি কলেজে এ ক্যাম্পের আয়োজন করে ঢাকাস্থ ঝিনাইদহ অফিসার্স ফোরাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম।

ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম বলেন, সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। সম্পদের অভাব নেই, শুধু প্রয়োজন উদ্যোগ ও আন্তরিকতার।

সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ডাক ও টেলিযোগাযোগ সচিব নুরুর রহমান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ডা. অলোক কুমার সাহা, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতনা, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, উপ-সচিব মঞ্জুরুল হাফিজ ও পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টু ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি।

Jhenidah-Free-health-Camp-P

পরে দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৬৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৫৫ জন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। সেবা পেতে সকাল থেকে রোগীরা কলেজ ক্যাম্পাসে ভিড় করেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসবাসেবা দেয়া হয়েছে। ব্যবস্থাপত্রসহ রোগীদের কিছু ওষুধও দেয়া হয়েছে। এতে উপকৃত হবেন রোগীরা।

আব্দুল্লাহ আল মাসুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।