দিনাজপুরে ইংরেজি ও গণিতে ফেল করেছে ৪২ হাজার ১৩৩ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ইংরেজি ও গণিতে কল্পনাতিত ফেল করেছে পরীক্ষার্থীরা।

এবারের জেএসসির প্রকাশিত ফলাফলে ইংরেজিতে ২৩ হাজার ১৬০ জন ও গণিতে ১৯ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। গড় অকৃতকার্য হয়েছে ৪২ হাজার ১৩৩ জন। শতকরা ১৬ দশমিক ৮ শতাংশ।

ইংরেজি ও গণিতে ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান জানান, এ দুই বিষয়ে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। এ কারণে পরীক্ষার্থীরা ফলাফল খারাপ করেছে। গত আট বছরের মধ্যে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে জেএসসিতে এবারের ফলাফল দ্বিতীয় সর্বোচ্চ খারাপ ফলাফল।

তিনি বলেন, আগামী দিনে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।