চাচিকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাতিজা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:৩৮ এএম, ০২ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

চাচিকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় নড়াইলের নড়াগাতি উপজেলায় জহিরুল মোল্লা (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে নড়াগাতি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্লা আকুর ছেলে। নড়াগাতি বাজারে তার কম্পিউটারের দোকান রয়েছে।

নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, জহিরুল মোল্লার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ করায় জাহিদসহ তার সহযোগীরা সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মারধর ও মাথায় কাঠ দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে খুলনায় নেয়ার পথে জহিরুল মারা যান।

এদিকে নিহত জহিরুলের স্বজনরা অভিযোগ করেন, জাহিদ ও রেজওয়ান ছাড়াও নড়াগাতি এলাকার লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিকসহ মোস্ত, ইলিয়াস ও ইকরাম লস্কর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

হাফিজুল নিলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।