নতুন বই পড়া হলো না ইব্রাহিমের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২০

একদিন আগেই বই উৎসব থেকে বই নিয়ে গেল ছোট্ট ইব্রাহিম খলিল। কিন্তু সে বই আর পড়া হলো না। পরদিনই রাতে এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের করম আলী মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। মো. ইব্রাহিম খলিল ওই পাড়ার মো. রজ্জব আলীর ছেলে। সে তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইব্রাহিমের এমন আকস্মিক মৃত্যুতে করম আলী মেম্বার পাড়ায় এখন শুধু কান্নার শব্দ। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে নির্বাক তার মা-বাবা। মা-বাবাকে সান্ত্বনা জানানোর ভাষাও হারিয়ে ফেলেছেন স্থানীয়রা।

তাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যায় মো. ইব্রাহিম খলিল। সেখানে সব শিশুরা যখন আনন্দ করছিল তখন কাউকে কিছু না বলে বাড়ির বাইরে যায় সে। এক পর্যায়ে সেখানে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। দ্রুত স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাইন্দং আচালং ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ মিয়া জানান, অত্যন্ত চটপটে স্বভাবের মো. ইব্রাহিম খলিল খুব মেধাবী ছিল। তার এ অকাল মৃত্যু মেনে নেয়া যায় না।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।