কলমাকান্দায় দেড় মাস পর ধান কেনা শুরু, দুর্গাপুরে শুরু হয়নি
অবশেষে নির্ধারিত সময়ের এক মাস ১৪ দিন পর নেত্রকোনার কলমাকান্দায় সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রোববার দুপুরের দিকে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদার প্রধান অতিথি হয়ে এ অভিযান উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শামছুউদ্দিন আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এবার ১০টি উপজেলার ১৩টি খাদ্য গুদামে ১৩ হাজার ৫২ মেট্রিকটন আমন ধান সংগ্রহের কথা রয়েছে। এছাড়া ১১ হাজার ৫৮৯ মেট্রিকটন সিদ্ধচাল ও ২৩১ মেট্রিকটন আতপচাল সংগ্রহ করার কথা। ধান প্রতিকেজি ২৬ টাকা, সিদ্ধচাল ৩৬ টাকা ও আতপচাল ৩৫ টাকা কেজি। কলমাকান্দায় এক হাজার ৪৭৯ মেট্রিকটন ধান বরাদ্দ রয়েছে।
গত ২০ নভেম্বর থেকে ধান সংগ্রহের অভিযান শুরুর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে অভিযান শুরু করতে ব্যর্থ হয় উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটি। এক মাস ১৪ দিন পর আজ দুপুরে কলমাকন্দায় এ অভিযান শুরু করা হয়।
এদিকে দুর্গাপুর উপজেলায় অভিযান শুরুই হয়নি। আগামী মঙ্গলবার উদ্বোধনের কথা রয়েছে। গত বোরো মৌসুমেও দুর্গাপুর এবং কলমাকান্দায় নির্ধারিত সময়ের দুই মাস পর গত ২৭ জুন অভিযান শুরু হয়েছিল। তখন গত ২৫ এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্যনিয়ন্ত্রক সুরাইয়া খাতুন বলেন, ‘সুবিধাভোগী কৃষকদের তালিকা মূলত কৃষি বিভাগ প্রস্তুত করে তা খাদ্য বিভাগকে হস্তান্তর করে থাকে। সে অনুযায়ী ধান ক্রয় করা হয়। এই তালিকা করতে কিছুটা দেরি হওয়ায় দুটি উপজেলায় নির্ধারিত সময়ে অভিযান শুরু করা সম্ভব হয়নি। দুর্গাপুরে আগামী মঙ্গলবার ধানক্রয় অভিযান শুরু করা হবে। জেলায় রোববার পর্যন্ত প্রায় ২৫০ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে।’
কামাল হোসাইন/বিএ/এমএস