দুই স্পিড বোটের সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৯ জানুয়ারি ২০২০

পটুয়াখালীর গলাচিপার আগুনমুখা নদীতে দুই স্পিড বোটের সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় পানপট্টি লঞ্চ ঘাট সংলগ্ন আগুনমুখা নদী থেকে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

নিহত ওই যুবকের নাম আইয়ুব আলী। তিনি পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের চরমৌসা গ্রামের আবুল মাস্টারের ছেলে।

গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নিহত আইয়ুব আলী বেসরকারি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গত সোমবার (৬ জানুয়ারি) তিনি রাঙ্গাবালীতে যান। কোম্পানির কাজ শেষে স্পিড বোট যোগে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চ ঘাটের কাছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দের চায়না কোম্পানির একটি স্পিড বোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্পিড বোটটি ভেঙে চার যাত্রীসহ নদীতে উল্টে যায়। পরে তিনজনকে উদ্ধার করা হলেও আইয়ুব নিখোঁজ ছিল।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।