ঝিনাইদহে মাইক্রোর ধাক্কায় আদালতের কর্মচারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১১ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মো. উজ্জ্বল হোসেন (৩১) নিহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দীনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, দুপুরে মোটরসাইকেল যোগে গ্রাম থেকে ঝিনাইদহ শহরে ফিরছিলেন উজ্জ্বল। ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের গিলাবাড়িয়া কিংশুক ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

এদিকে কম্পিউটার অপারেটর উজ্জ্বল হোসেনের মৃত্যুতে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আব্দুল্লাহ আল মাসুদ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।