দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত
দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন; যাদেরকে মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ। নিহতরা হলেন রহমত আলী (৩২) ও আবুল কাশেম (৩৪)।
রোববার (১৩ জানুয়ারি) রাতে দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের নওশনদীঘি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম গোলাম রসুল।
পুলিশের দাবি, নিহত রহমত আলী ও কাশেম মাদক ব্যবসায়ী। তাদের দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিহত রহমত আলী দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ি এলাকার মৃত শেখ রহমানের ছেলে ও আবুল কাশেম সিপাহিপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, রোববার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার তাজপুর এলাকায় পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক কারবারিদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পুলিশের গুলিতে ওই দুই মাদক ব্যবসায়ী নিহত হন।
গোলাম রসুল বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএম/পিআর