শাহজাদপুরে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৩ জানুয়ারি ২০২০

শাহজাদপুরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ২০ সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল ও মাফলার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার একটি হোটেলে পাখিপ্রেমিক ও মানবতারসেবক মামুন বিশ্বাসের উদ্যোগে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় মামুন বিশ্বাস তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের জন্য বিউটি পার্লার করে দেয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সমাজের আলোকিত অনেক মানুষ যুক্ত হবেন।’

warm

এ সময় তৃৃতীয় লিঙ্গের পক্ষে সালমা বলেন, আমরা এলোমেলোভাবে ঘুরে বেড়ালে এ সমাজের অনেক মানুষ আমাদের খারাপভাবে নেয়। আমরা পিছিয়ে পড়ে থাকতে চাই না।

বিশেষ অতিথির বক্তব্যে আশিকুল হক দিনার বলেন, আমাদের হিজড়াদের কর্মসংস্থান নিয়ে ভাবতে হবে। যদি তৃতীয় লিঙ্গের সদস্যদের বড় বড় প্রতিষ্ঠানে নিরাপত্তা সদস্য হিসেবে নিয়োগ দেয়া যায় তাহলে তারা অনেক উপকৃত হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করবে বলে আশা করি।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।