আ.লীগ নেতাসহ দুইজনকে কুপিয়ে আহত
আপস মীমাংসার বৈঠকে আওয়ামী লীগ নেতাসহ দুজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে মিঠু এবং নাটোর সদর উপজেলা পরিষদের অফিস সহায়ক রোকন প্রামাণিক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে সোমবার (১৩ জানুয়ারি) রাতে মোতালেব হোসেন একই এলাকার রুহুল আমিনের চোখে আঘাত করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় মীমাংসা বৈঠকে বসা হয়। বৈঠক চলাকালে জালাল, আলাল ও নাসির মোতালেবের পক্ষ নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় মিঠু ও রোকনকে কুপিয়ে আহত করা হয়।
এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রেজাউল করিম রেজা/আরএআর/এমএস