বেতন নিয়ে মালিকের সঙ্গে দ্বন্দ্ব, ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০২০

টাঙ্গাইলের বাসাইলে এক ট্রাক্টর চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিল দক্ষিণপাড়া এলাকার একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রেজাউল মিয়া (১৬) সখীপুর উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ মাস ধরে রেজাউল তার বোনের বাড়ি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে থেকে উপজেলার কলিয়া গ্রামের মজিবর নামের এক ব্যক্তির ট্রাক্টরের চালক হিসেবে কাজ করে আসছিলেন। তবে ট্রাক্টর মালিক মজিবর চালক রেজাউলের বেতনের টাকা পরিশোধ করছিলেন না। টাকা না পাওয়ায় রেজাউল ট্রাক্টর চালানো বাদ দিতে চাইলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

নিহতের নানা আব্দুল রাজ্জাক জানান, রেজাউলের বেতনের টাকা দিচ্ছিল না ট্রাক্টর মালিক মজিবর। পরে রেজাউল ট্রাক্টর চালানো বাদ দিতে চাইলে মজিবর তাকে মারধরের হুমকি দিয়ে আসছিলেন। বুধবার রাতের পর থেকে ট্রাক্টর ও চালক রেজাউলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, উপজেলার কাশিল দক্ষিণপাড়া এলাকার গাছ থেকে ঝুলন্ত নিহত ট্রাক্টর চালক রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।